আফগানিস্তানে বেসামরিক লোকের মৃতের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে : জাতিসংঘ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 July 2018

আফগানিস্তানে বেসামরিক লোকের মৃতের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে : জাতিসংঘ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক ১৬ জুলাই ২০১৮,০০.৫৬.১২ রিপোর্ট:
২০১৮ সালের প্রথম ছয় মাসের সংঘর্ষে আফগানিস্তানে নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৬৯২ জন। নিহতের এই সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ১৫ জুলাই রোববার এমন তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। খবর আল-জাজিরা, প্রেসটিভি।
জাতিসংঘ জানায়, মৃতের সংখ্যা গত বছরের চেয়ে এক শতাংশ বেশি। শুধু তাই নয় এটি ২০০৯ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এসব ব্যক্তির নিহতের জন্য সন্ত্রাসীদের হামলা এবং বোমা বিস্ফোরণকে প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সংঘর্ষে ৩ হাজার ৪৩০ জন আহত হয়েছে যা একই সময়ে গত বছরের তুলনায় পাঁচ ভাগ কম বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে।
জাতিসংঘ আরও জানিয়েছে, গত মাসে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এবং উগ্র গোষ্ঠী তালেবানের মধ্যে নজিরবিহীন যুদ্ধ-বিরতি সত্ত্বেও রেকর্ড সংখ্যক ব্যক্তি নিহত হয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানের তালেবান গত ৯ জুন এক বিবৃতিতে ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিরুদ্ধে সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছিল। প্রেসিডেন্ট আশরাফ গনির পক্ষ থেকে এর আগে ওই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছিল। যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হলে আফগান সরকার তা বাড়ানোর প্রস্তাব দিলে তালেবানের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয় এবং তারা দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর ব্যাপক হামলা জোরদার করে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages