চট্টগ্রামে কেরাম খেলাকে কেন্দ্র করে ঘুষিতে কিশোর খুন!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 30 November 2018

চট্টগ্রামে কেরাম খেলাকে কেন্দ্র করে ঘুষিতে কিশোর খুন!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় কেরাম খেলাকে কেন্দ্র করে বন্ধুর ঘুষিতে ফরহাদ হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
আজ শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বহদ্দারহাটের ওমর আলী মাতব্বর রোডে এ ঘটনা ঘটেছে। নিহত ফরহাদ হোসেন একই এলাকার নাজিম মিয়ার বাড়ির এমদাদুল হকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন, সকালে বন্ধুরা মিলে ক্যারম খেলার সময় নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনায় ফরহাদকে তার বন্ধু ইমরান বুকে ঘুষি মারে।
এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে চান্দগাঁও থানা পুলিশ জড়িত ইমরান (১৭)কে গ্রেফতার করেছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের সৈয়দ বলেন,এলাকার বন্ধুদের মধ্যে ক্যারম খেলাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এর এক পর্যায়ে ইমরান নামে আরেক কিশোর ফরহাদের বুকে ঘুষি মারলে সে মারা যায়। পরে আমরা অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করেছি।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages