ভোলা চরফ্যাশনে বিএনপির প্রার্থী নাজিম উদ্দিনের মনোনয়ন দাখিল, জনতার ঢল!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 27 November 2018

ভোলা চরফ্যাশনে বিএনপির প্রার্থী নাজিম উদ্দিনের মনোনয়ন দাখিল, জনতার ঢল!-একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভোলা-৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থীনাজিম উদ্দিন আলম মনোনয়ন পত্র দাখিলকরেছেন।
আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টা সহকারীরিটানিং অফিসার ও চরফ্যাশন উপজেলা নির্বাহীঅফিসার মো.রুহুল আমিনের কার্যালয়ে গিয়েতার হাতে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতিআলহাজ্ব আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলাবিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্বমোতাহার হোসেন আলমগীর মালতিয়া, পৌরবিএনপি সভাপতি আলহাজ্ব নুরু সিকদার,চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষবিএনপি নেতা আলহাজ্ব মাকসুদুর রহমান,বিএনপি নেতা জাকির হোসেন বাবলু, গোফরানমহাজন, নীল কমল ইউপি’র সাবেক চেয়ারম্যানআলহাজ্ব আবুল কাশেম মিয়া, পৌর বিএনপিরসাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক শহিদুলইসলাম দুলাল, যুব নেতা জাহিদুল ইসলামরাসেল এসময় তার সাথে ছিলেন।

মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে নতুন করেপ্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে চরফ্যাশন উপজেলাবিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরমাঝে। প্রায় দুই বছর পর বিএনপি দলীয় প্রার্থীসাবেক এমপি নাজিম আলম তাঁর নির্বাচনীএলাকা চরফ্যাশনে আসছেন এখবরে সকালথেকে উপজেলার ২০টি ইউনিয়নের দলীয়হাজার হাজার নেতাকর্মী উপজেলা সদরেসমবেত হয়। বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারীমাইক্রোবাসটি চরফ্যাশন টিবি মাধ্যমিকবিদ্যালয়ের সামনে পৌছলে তিনি নেমেঅপেক্ষমান নেতাকর্মীদের সাথে হেঁটে শরিফপাড়াস্থ তার নিজ বাসায় যান। সেখান থেকেএসে মনোনয়ন পত্র দাখিল করেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages