![]() |
এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
শার্শার উলাশীতে যুবলীগ নেতার উপর বোমা হামলা চালিয়েছে দূর্বত্তরা। এ ঘটনা শুক্রবার রাত ৯টার দিকে মির্জাপুর থেকে বাড়ী ফেরার সময় ঈদগাহ পার্শবর্তী এলাকায় পৌছলে একদল দূর্বৃত্ত তাদের আরোহিত ভ্যানগাড়ি লক্ষ করে দুটি হাত বোমা নিক্ষেপ করে।
আহতদের বাড়ী শার্শার উলাশী ও ঝিকরগাছা উপজেলার নির্বাশখোলা গ্রামে।
স্থানীয়রা জানান, বোমা হামলায় উলাশী গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে যুবলীগ নেতা শরিফুল ইসলাম পিপুল (৪২), তার সঙ্গী সাইদুল ইসলামের ছেলে আব্দুল ওহাব (৩৫) ও ভ্যান চালক নির্বাসখোলা গ্রামের ইমান আলীর ছেলে আবুল কাশেম গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০শর্য্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment