বাঁশখালীতে জায়গা বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধের মৃত্যু!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 26 November 2018

বাঁশখালীতে জায়গা বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধের মৃত্যু!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের পূর্ব মানিক পাঠান গ্রামে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে কালা বদন প্রঃ আমির হোসেন (৬৭) নামে এক বৃদ্ধের মারা গেছে সে এলাকার বাঁচা মিয়া প্রঃ তোতা মিয়ার পুত্র। তবে নিহতের পরিবারের দাবী প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মৃত্যু ঘটেছে।
আজ সোমবার (২৬ নভেম্বর) সকালে সংঘটিত বিরোধের জের ধরে নিহত ওই বৃদ্ধের লাশ বিকেলে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেকের মর্গে প্রেরণ করেছে।
এদিকে এই বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাহাদুর (৩০) পিতা মো: জমির নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাথরিয়া ইউনিয়নের পূর্ব মানিক পাঠান গ্রামের নিহত কালা বদন প্রঃ আমির হোসেন সাথে একই এলাকার মৃত আবদুর সাত্তারের পুত্র আবুল কাশেম প্রঃ বাবুলের সাথে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বাবুল পুলিশ বিভাগে চাকুরী এবং বাশঁখালীতে থাকার সুবাদে নানা ভাবে দাপট দেখিয়ে আসছে বলে নিহতের পরিবার দাবী করছে । সেই বিরোধের জের ধরে সোমবার দুপুরে আবুল কাশেম গং জায়গা দখল করতে গেলে কালা বদন প্রঃ আমির হোসেন বাঁধা দেয়। এক পর্যায়ে উভয়ের বাকবিতন্ডা শুরু হয়।
এ সময় হঠাৎ নিহত কালা বদন প্রঃ আমির হোসেন জ্ঞান হারিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। তবে মৃত্যুবরনকারী কালা বদন প্রঃ আমির হোসেন এর পুত্র বদিউল আলম বলেন আমার পিতাকে আঘাত করার ফলে সে অজ্ঞান হয়ে মারা যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্œ থাকলে ও পুলিশ আমাদের দেখতে না দিয়ে নানা কথা বলছে ।তবে ইউপি সদস্য মো: নোমান চৌধুরী বলেন সে ষ্টোক করে মারা গেছে ।
এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের ওসি মোঃ কামাল হোসেন একুশে মিডিয়াকে বলেন, স্থানীয় দুইটি পক্ষের মধ্যে জায়গা জমি বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাকবিতন্ডার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এই বৃদ্ধের মৃত্যু ঘটেছে। ময়না তদন্তের রিপোর্ট সাপেক্ষে বলা যাবে কি কারণে মৃত্যু ঘটেছে তার। তাছাড়া লাশের সুরুতহাল রিপোর্ট তৈরীতে নিহতের শরীরে কোন ধরনের আঘাতের চি‎‎হ্ন পাওয়া যায়নি বলেও তিনি জানান।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages