ফাইল ফটো |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সলুয়া গ্রামে পুকুরে ডুবে শিশু আফসানার (২) মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আফসানা সলুয়া গ্রামের মিলটন মোল্যার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, খেলার ছলে সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় আফসানা। খোজা খুঁজির এক পর্যায়ে পুকুরে তার লাশ ভেসে উঠে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment