নিতিশ চন্দ্র বর্মন (নিরব), আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আজ ৩০ শে নভেম্বর ২০১৮ ইং তারিখ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পরিচালনা কমিটির নির্বাচন সুষ্ঠ ও শান্তি পূর্নভাবে হয়। আজ সকাল ৯টা হইতে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নিবার্চনে তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ও আটোয়ারী প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মুঃ বিপল্ববী জিল্লুর নুর হোসেন সরকার চেয়ার মার্কায় নিয়ে নির্বাচিত হন।
সংশ্লিষ্ট সূত্রে যানা যায় যে, নির্বাচনে মোট ৪ টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বনিতা করেন।
এর মধ্যে তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ও আটোয়ারী প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মুঃ বিপল্ববী জিল্লুর নুর হোসেন সরকার চেয়ার মার্কায় ৩৩৬টি ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী প্রধান শিক্ষক সোনা পাতিলা উচ্চ বিদ্যালয় মোঃ রবিউল আলম প্রধান ছাতা মার্কায় ১৩১ টি ভোট পান।
ভাইস চেয়াম্যান পদে ৩১০টি ভোট পেয়ে মোঃ হাফিজুল ইসলাম উড়োজাহাজ মার্কায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী মোঃ ছলিমুল্লাহ আনারস মার্কায় ১৫৫টি ভোট পান।
সেক্রেটারী পদে ২৪১টি ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ আতাউর রহমান মাছ মার্কায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী মোঃ হাসিবুর রহমান মটর সাইকেল মার্কায় ২২৬ টি ভোট পান।
টেজেরার পদে আবু সালেক মোঃ কামরুজ্জাম ২৬৬টি ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা দেলোয়ার হোসেন গোলাপ ফুল মার্কায় ১৯৯টি ভোট পান।
নির্বাচন কমিটির সভাপতি হিসাবে উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন বলেন মোট ৪৯৩ টি ভোটারের মধ্যে ৪৭০ ভোটার ভোট প্রদান করেন বলে জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment