একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২শ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও তারা এ প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাপা’র মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার।
আজ সোমবার (২৬ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন, ‘আমরা মহাজোটের সঙ্গে নির্বাচন করব। আওয়ামী লীগসহ শরিক জোটের সঙ্গে আসন ভাগাভাগির পর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।’
জাপা মহাসচিব বলেন, ‘বেশক’টি আসনে উন্মুক্ত লড়াই হওয়ার আশায় আমরা এত আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সংবাদ সম্মেলনে আজ তাঁদের প্রার্থী ঘোষণা করার কথা থাকলেও ‘কৌশলগত কারণে’ তা করা হয়নি বলে জানানো হয়। দু-একদিনের মধ্যে তালিকা ঘোষণা করা হবে বলে জানান রুহুল আমিন। সংবাদ সম্মেলন চলাকালে তিনশ আসনে প্রার্থী চেয়ে হট্টগোল শুরু করেন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় মহাসচিব উঠে চলে যান।
এর আগে গতকাল বোরবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। এ সময় জাতীয় পার্টিকে ৪০টি আসন দেয়ার কথা জানানো হয়। তবে জাপা নেতারা জানান, আওয়ামী লীগ তাদের আরো আসন দেয়ার আশ্বাস দিয়েছেন।
মহাজোটগতভাবে জাপা কয়টি আসন পেয়েছে- সে বিষয়ে জানতে চাইলে কিছু বলেননি রুহুল আমিন।
মহাজোটের শীর্ষ নেতারা সম্মিলিতভাবে জোটের তালিকা প্রকাশ করবেন বলেও জানান জাপা মহাসচিব।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment