একুশে মিডিয়া, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটেৱ বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাভোকেট সামছুল আলম দুদু কে জয়পুরহাট- ০১ আসনে আবারও নৌকা প্রতিকে মনোনয়ন প্রদান করায় জয়পুরহাটে সদর উপজেলাৱ ২নং দোগাছী ইউনিয়নেৱ কুঠিবাড়ী ব্রিজ বাজাৱে আজ রোববার সন্ধায় দোগাছী ইউনিয়ন যুবলীগ এৱ সাধাৱান সম্পাদক জাকারিয়াৱ নেত্রীতে এক আনন্দ মিছিল বেৱ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব শেষে মিষ্টি বিতরন করেন দোগাছী ইউনিয়ন যুবলীগ এৱ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
মনোনয়ন পাওয়ার খবর এৱ পরপরই জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্হানে আনন্দ মিছিল, ও রেলগেট সংলগ্ন এমপির ব্যক্তিগত কার্যালয় হতে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষন শেষে মিষ্টি বিতরন করেন দলেৱ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment