এম এ হাসান, কুমিল্লা
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য "" একটু সহানুভূতি কি মানুষ দিতে পারেনা??হ্যাঁ তেমনই এক সহানুভূতির হাত বাড়িয়ে দিলো ক্যান্সারে আক্রান্ত এক রোগীর পাশে কতিপয় রেমিটেন্স যোদ্ধা, দেশের সূর্য সন্তান।উল্লেখ্য কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পাঁচরা গ্রামের ক্যান্সারে আক্রান্ত আব্দুল জলিল অনুর চিকিৎসায় পাশে এসে দাড়িয়েছে চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান।
প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে পাঁচরা গ্রামের ক্যান্সারে আক্রান্ত আবদুল জলিল অনুর চিকিৎসার জন্য ১০ লাখ টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষ্যে ২২ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। সংগঠনের সহ-সভাপতি লোকমান হোসেন আপনের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক খোরশেদ আলম, প্রবাসী সূর্য সন্তানের অর্থ সম্পাদক আবুল হাশেম মজুমদার হাসান, পাঁচরা জনকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মুরাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোখলেছুর রহমান, কাজী সাইফুল ইসলাম পাটোয়ারী, প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মুকুল, সহ প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য হারুন অর রশীদ, যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রবাসী সূর্য সন্তানের উদ্যোগে সহযোগিতা করে চৌদ্দগ্রাম বাসী, পাঁচরা জনকল্যাণ সংস্থা, চেতনা কোচিং সেন্টার, প্রাক্তন চৌদ্দগ্রাম কলেজ ছাত্রবৃন্দ, বাতিসা হাইস্কুল ৯৮ ব্যাচ, এনাম ফাউন্ডেশন ও করপার্টি যুব সমাজের নেতৃবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment