একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
বাংলাদেশ আওয়ামী লীগের মহাজোটের প্রার্থী ঘোষণা করা হবে দুইদিনের মধ্যে। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার (২৪ নভেশ্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটভুক্ত বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, আজকে আমরা আসন বণ্টন নিয়ে আলোচনা করেছি। রাতের মধ্যে আসনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এরপর আগামীকাল কিংবা পরশুদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।
বৈঠকের বিষয়ে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, আলোচনা ভালো হয়েছে। আমরা আরও ভালো আসন পাব বলে আশা করি।
এরপর বৈঠকে বসেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা।
এরপরে জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ।
এর আগে আজ সকাল ১০টা থেকে ওবায়দুল কাদের বৈঠকে বসেন জাতীয় সমাজতান্দ্রিক দলের (জাসদ) সভাপতি ও তথমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আকতারের সঙ্গে।
একুশে মিডিয়া/আরএ
No comments:
Post a Comment