নির্বাচনে নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না: নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন, পিপিএম, এ লক্ষ্যকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা!
|
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আজ সোমবার (১৯,নভেম্বর):২৭৪: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), বলেন, আগের তুলনায় পুলিশের মনোবল অনেক বেড়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ যদি বাধাগ্রস্থ করতে আসে, একটি জানমালেরও ক্ষতি সাধন করে জনমনে আতঙ্ক তৈরি করতে চায়, নির্বাচনে নাশকতা করতে চায় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ হতে দেবো না। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, নড়াইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), এর নির্দেশে মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় এ মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), এর পরিচালনায় শোভাযাত্রাটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুউদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমানসহ নড়াইল জেলা গোয়েন্দা শাখা, নড়াইল সদর থানা ও নড়াইল জেলায় কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শোভাযাত্রাটি শুরু হয়ে নড়াইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), তাঁর বক্তব্যে বলেন, নড়াইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষে নড়াইল জেলা পুলিশ অক্লান্ত পরিশ্রম করে চলেছে। সর্বপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের এই প্রস্তুতি। এতে করে নির্বাচনে যারা সহিংসতা সৃষ্টি করবে তারা এগুলো থেকে দূরে থাকবে বলেও তিনি আশাবাদী।
একুশে মিডিয়া/এমএ
|
No comments:
Post a Comment