প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের মুখোমুখি হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন ও প্রত্যাশার কথা শুনলেন। এ সময় তরুণরা প্রধানমন্ত্রীকে দুর্নীতিমুক্ত, লিঙ্গ বৈষম্যহীন এক উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলেন।
শুক্রবার (২৩ নভেম্বর) রাজধানীতে বিভিন্ন উদ্যোক্তা, পেশাজীবী, ছাত্র-ছাত্রী, ক্রীড়া ও সংস্কৃতিকর্মীসহ সারা দেশ থেকে মনোনীত ১৫০ জন তরুণ-তরুণী ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেয়। সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রথমে গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠানটি আয়োজন করার কথা ছিল। পরে সেটি পিছিয়ে তারিখ নির্ধারণ করা হয় ২৩ নভেম্বর। ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিভিন্ন টেলিভিশনে সম্প্রচার করা হবে। এসময় উপস্থিত ছিলেন সিআরআইর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও নসরুল হামিদ বিপু।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment