একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
জাপানের নিসান মোটর কোম্পানির চেয়ারম্যান কার্লোস ঘোসনকে গ্রেপ্তার করেছে টোকিও পাবলিক প্রসিকিউটরস অফিসের বিশেষ তদন্ত দল।
সোমবার ‘ফিন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড এক্সচেঞ্জ ল’ ভঙ্গের সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয় বলে তদন্ত দলটির একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ‘দ্য জাপান নিউজ।
সূত্রগুলোর মতে, কোম্পানির নিরাপত্তা প্রতিবেদনে তার পারিশ্রমিকের পরিমাণ অস্পষ্ট থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চেয়ারম্যানের পারিশ্রমিক অস্পষ্টতার বিষয়টি নিশ্চিত করে নিসান জানিয়েছে, বোর্ড সভায় তাকে পদচ্যুত করার প্রস্তাব উত্থাপিত হবে।
ফ্রান্সের অটোমেকার রেনল্ট নিসানে বিনিয়োগ করার পর ১৯৯৯ সালের জুনে অর্থনৈতিক সঙ্কটাপন্ন এই জাপানিজ কোম্পানির চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগদান করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ঘোসন।
ঘোসনের নেতৃত্বে নিসান টিকে থাকার জন্য তিন বছরের পরিকল্পনা গ্রহণ করে। এক্ষেত্রে আশাতীত সফলতা লাভ করে। ২০০৩ সালের মার্চের মধ্যে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে এই অটোমেকার কোম্পানি।
ঘোসন ২০০০ সালের জুনে নিসানের প্রেসিডেন্ট হন এবং ২০০৮ সালের জুন পর্যন্ত এই পদে ছিলেন। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি মিতসুবিশি মোটরস করপোরেশনের চেয়ারম্যান হন এবং এতে বিনিয়োগ করে নিসান।
গত বছরের ১ এপ্রিল নিসানের প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে সরে যান ঘোসন। তখন থেকেই তিনি নিসান, রেনল্ট ও মিতসুবিশি মোটরসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
গত বছরের জুনে ঘোসন জানান, ২০১৬ অর্থবছরে তার পারিশ্রমিক ছিল ১.০৯৮ বিলিয়ন ইয়েন(জাপানি মুদ্রা)।
এই বছরের জুনে তিনি জানান, ২০১৭ অর্থবছরে তার পারিশ্রমিক ছিল ৭৩০ মিলিয়ন ইয়েন, যা আগের অর্থবছরের চেয়ে ৩৩ শতাংশ কম। দ্য জাপান নিউজ সূত্র একুশে মিডিয়া রিপোর্ট:
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment