সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির শীর্ষনেতা ব্যারিস্টার রফিকুলকে ৩ বছরের কারাদণ্ড।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 20 November 2018

সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির শীর্ষনেতা ব্যারিস্টার রফিকুলকে ৩ বছরের কারাদণ্ড।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামের মিয়াকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় আদালত এই রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি বিএনপির এই শীর্ষ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম মিয়া অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে।
মামলার বিরবণে জানা যায়, ২০০১ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য রফিকুল ইসলাম মিয়াকে নোটিশ দেয়। তিনি সম্পদের হিসাব দাখিল না করায় ২০০৪ সালের ১৫ জানুয়ারি উত্তরা থানায় এই মামলা দায়ের করা হয়।
২০১৭ সালের ১৪ নভেম্বর রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এরপর ছয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায়ের দিন ধার্য করে।
মামলাটি তদন্ত শেষে একই বছর ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা লিয়াকত হোসেন।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages