নড়াইলের ২টি আসনে নৌকা মাঝির প্রতিযোগীতায় ৩৯।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 13 November 2018

নড়াইলের ২টি আসনে নৌকা মাঝির প্রতিযোগীতায় ৩৯।একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুই আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ৩৯ প্রার্থী। নড়াইল-১ আসনে ২৩ জন ও নড়াইল-২ আসনে ১৭ জন।
নড়াইল-১ আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন এমপি কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি মোল্যা ইমদাদুল হক, এমদাদুল ইসলাম, সংরক্ষিত নারী এমপি ফজিলাতুন্নেছা বাপ্পী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শ্যামল দাস টিটু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক, কালিয়া পৌরসভার সাবেক মেয়র বিএম একরামুল হক, গহরডাঙ্গা মাদ্রাসার পরিচালক মুফতি রুহুল আমীন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশীদ, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান, পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, লে. কমান্ডার ওমর আলী, আওয়ামী লীগ নেতা শেখ মিজানুর রহমান, কাজী মুশফিকুর রহমান, সৈয়দ আবিদুল ইসলাম, কালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এফ এম শাহীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আব্দুল মান্নান, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মো. ফোরকান মোল্যা ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাসনাত এ চৌধুরী। 
স্থানীয় সূত্র জানা যায়, নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশোরাফি বিন মর্তুজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোটে সৈয়দ আইয়ুব আলী, এসএম আসিফুর রহমান বাপ্পী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লে. কর্নেল (অব:) সৈয়দ হাসান ইকবাল, ব্যবসায়ী বাসুদেব ব্যানার্জী, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য শেখ মো. আমিনুর রহমান হিমু, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শারমীন সুলতান শর্মী, জেলা আওয়ামী লীগের সদস্য মো. রাশিদুল বাশার ডলার, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ মো. তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এস কে আবু বাকের, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তাপস, জেলা আওয়ামী লীগের সদস্য হাসানুজ্জামান, স্বেচ্চাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো. নূরুজ্জামান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল ও আওয়ামী লীগ নেতা মো. সুজন রহমান।
একুশে মিডিয়া/এবি

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages