একুশে মিডিয়া, রিপোর্ট:
চট্টগ্রামের বাঁশখালীর প্রবীন সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাসের মা শান্তি রাণী বিশ্বাস (৭৯) আজ শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে পরলোক গমন করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বয়োবৃদ্ধজনিত কারণে শারীরিক অসুস্থ ছিলেন। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিাবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি প্রমুখ। বিজ্ঞপ্তি
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment