এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলায় ট্রেন তল্লাশি করে ১৮০ বোতল ফেন্সিডিলসহ শারমিন আক্তার (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
আটককৃত নারী মোছাঃ শারমিন আক্তার (৩০) ঢাকা জেলার কেরানিগঞ্জ থানার চৌধুরী পাড়া মহল্লার মোঃ হাসান আলীর স্ত্রী।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর ২০১৮ইং) রাত ৭টার দিকে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ এতথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, আটককৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ শারমিন আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার (২৯ নভেম্বর ২০১৮ইং) তিনি খুলনা থেকে ফেন্সিডিল নিয়ে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উল্লাপাড়ায় ওই ট্রেনে তল্লাশি চালানো হয়। এসময় ট্রেনের ৩৭ থেকে ৪০ নাম্বার কেবিন থেকে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী শারমিন আক্তার কে আটক করা হয়।
এব্যাপারে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment