একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন কোনো আসন থেকেই প্রার্থী হননি।
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে রাজধানীর গুলশান ও ধানমন্ডির দুটি আসনে তাকে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল। তবে তিনি কোনো আসন থেকেই নির্বাচন করতে রাজি হননি। ড. কামাল হোসেনের প্রার্থী না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে।
যদিও ড. কামাল হোসেনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি শারীরিক ভাবে অসুস্থ তাই তিনি নির্বাচন করতে পারবেন না কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে, নির্বাচন হবে কি হবে না সে বিষয়ে অনিশ্চয়তা এবং নিজের দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হওয়ার ঘটনার কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ড. কামাল।
তার দল গণফোরামের ১১৩ জন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেই তালিকায় তার নাম নেই। কামাল হোসেনের পক্ষ থেকে কোনও মনোনয়ন ফরম তোলাও হয়নি, জমাও দেওয়া হচ্ছে না।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment