একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন ৩১ গাইবান্ধা (পলাশবাড়ী-সাদুল্লাপুর - ৩) নির্বাচনি আসনে দাখিলের শেষদিন বুধবার ২৮ নভেম্বর অফিস চলাকালীন বিকেল ৫ টা পর্যন্ত দলীয়-স্বতন্ত্রসহ ১৬ প্রার্থীর মধ্যে দুই-একজন ব্যতীত অপর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেছেন।
জেলা রিটার্নিং,পলাশবাড়ী ও সাদুল্লাপুর সহকারি রিটার্নিং এবং উভয় উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য প্রকাশ । বুধবার ২৮ নভেম্বর পর্যন্ত দলীয়, জোট ও স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে জানা যায়।
তারা হলেন,আওয়ামী লীগ দলীয় বর্তমান মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা.মো.ইউনুস আলী সরকার, সাবেক সাংসদ জাতীয়পার্টি (কাজী জাফর) ড.টিআইএম ফজলে রাব্বি চৌধুরি,জাতীয়পার্টি (এরশাদ)ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী,অধ্যাপক ডা.ময়নুল হাসান সাদিক(বিএনপি),সাবেক মহিলা সাংসদ বেগম রওশন আরা ফরিদ(বিএনপি), মো.রফিকুল ইসলাম রফিক(বিএনপি),মো.আমিনুল ইসলাম(স্বতন্ত্র),আবু জাফর মো.জাহিদ নিউ (স্বতন্ত্র),এসএম খাদেমুল ইসলাম খুদি (স্বতন্ত্র), মো.নজল হোসেন(স্বতন্ত্র),মো.সাদেকুল ইসলাম(স্বতন্ত্র),মো হানিফ দেওয়ান (ইসলামী আন্দোলন বাংলাদেশ),মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু(স্বতন্ত্র) ও মো.মিজানুর রহমান তিতু ( ন্যাশনাল পিপলস পার্টি) কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment