নড়াইলে সরকারি গণগ্রন্থাগারে হাজার হাজার বই আর পত্রিকা থাকলেও নেয় পাঠক!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 20 November 2018

নড়াইলে সরকারি গণগ্রন্থাগারে হাজার হাজার বই আর পত্রিকা থাকলেও নেয় পাঠক!-একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলে সরকারি গণগ্রন্থাগারে সব আছে। নেই নিয়মিত পাঠক। পর্যাপ্ত বই আর পত্রিকা থাকলেও দিন দিন পাঠক সংকট দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নড়াইল শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত জেলা গ্রন্থাগারের ভিতরে পাঠকদের জন্য চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, কম্পিউটারসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এখানে প্রতিদিন পড়ার জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকা রাখা হয় প্রায় ২০টি। এছাড়া লাইব্রেরিতে সাজিয়ে রাখা হয়েছে শত শত বই।
এ গ্রন্থাগারের নিয়মিত পাঠক পৌর এলাকার মহিষখোলা গ্রামের নজরুল ইসলাম  একুশে মিডিয়াকে জানান, সে এখানে নিয়মিত বই পড়তে আসে কিন্তু এখানে আগের মত তেমন বেশি পাঠক আসে না। বরাশুলা গ্রামের শারমিন আফরোজ বলেন, আগে বিভিন্ন প্রকার গল্পের বই ও উপন্যাস পড়তাম কিন্তু এখানে থাকা সব বই আমাদের পড়া হয়ে গেছে।
এখন নতুন বই চাইলে আর পাওয়া যায়না তাই আর এখানে নিয়মিত আসিনা। আর এক নারী পাঠক শহরের আলাদাৎপুর গ্রামের লাভলী আক্তার একুশে মিডিয়াকে বলেন, এখানে নারী পাঠকের সংখ্যা খুবই কম। তাই এখানে তিনি নিয়মিত আসেন না। জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম জানান, এখানে পর্যাপ্ত বই পত্রিকা রয়েছে।
বিভিন্ন দিবস পালনসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বই পড়ানোর জন্য উদ্বুদ্ধ করি। তাছাড়া বর্তমানে সোশ্যাল মিডিয়া ফেসবুক থাকায় অনেকেই লাইব্রেরিতে আসতে চায় না।



একুশে মিডিয়াক/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages