![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে একদিনের রিমান্ড দিয়েছেন চট্টগ্রামমের একটি আদালত।
সোমবার (১২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরানের আদালত এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। কাজী শাহাব উদ্দিন একুশে মিডিয়াকে বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় মাহবুবর রহমান শামীম ও আবুল হাশেম বক্করকে আদালতে হাজির করে ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২২ অক্টোবর চট্টগ্রাম জিইসি মোড় থেকে বিএনপি নেতা মাহবুবর রহমান শামীম ও আবুল হাশেম বক্করকে গ্রেফতার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের কোতোয়ালী থানায় দায়ের করা পুলিশের ওপর হামলার মামলায় আসামী করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment