বিএনপি নেতা মিলন গ্রেপ্তারের আগে স্ত্রীকে যা বলেন ভিডিও কলে!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 23 November 2018

বিএনপি নেতা মিলন গ্রেপ্তারের আগে স্ত্রীকে যা বলেন ভিডিও কলে!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ।
আজ শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে চট্টগ্রামের চকবাজারের চট্টেশ্বরী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় স্ত্রী নাজমুন নাহার বেবির সঙ্গে মোবাইলফোনে ভিডিও কলে কথা হয় এহছানুল হক মিলনের। এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকে ভাইরাল হয়। গ্রেপ্তারের পর এহছানুল হক মিলনকে কোথায় ‍নিয়ে যাওয়া হবে তা জানতে চেয়েছেন নাজমুন নাহার বেবি।
জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদপুরের আদালতে ২৮টি মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন। 
গত মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে একটি জিআর মামলায় হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু গ্রেপ্তার আতঙ্কে আদালতে যাননি তিনি।
মামলার বিবরণ থেকে জানা যায়, বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার কারণে এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এজন্য ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।আরটিভি অনলাইন সূত্র একুশে মিডিয়া রিপোর্ট।
ভিডিও দেখুন:

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages