এম এ হাসান,কুমিল্লা:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের গোলাম মাওলা সোহেলের স্ত্রী দুই সন্তানের জননী সিমা আক্তার (৩৩) বাঁচতে চায়। জানা যায়, দুই বছর পূর্বেই তার দু'টি কিডনী বিকল হয়ে যায়।
স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে স্বামী গোলাম মাওলা সোহেলের বসত ভিটা ছাড়া কোন জমি বা সম্পত্তিই আর বাকী নেই। বিক্রি করে দিয়েছেন তার কাছে সকল সহায় সম্বল। কিডনী প্রতিস্থাপনের পরিবর্তে ডাক্তারের পরামর্শে ডায়ালসিস করাতে হবে সপ্তাহে তিনবার। অথচ অর্থাভাবে মাসে একবার ডায়ালসিস করাতেই তাকে হিমশিম খেতে হচ্ছে। নিন্ম-মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও চাকরীজীবি স্বামীর সামান্য আয়ে ভালোভাবেই কাটছিল সিমার সংসার। গরীবের সুখ যেন সয়না।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সিমার স্বামী গোলাম মাওলা সোহেল বছরখানেক আগে চাকরী হারিয়ে এখন বেকার। প্রতিদিন চোখেরজলে বুক ভাসিয়ে চিকিৎসা খরচ মেটাতে অক্ষম স্বামী গোলাম মাওলা সোহেল তার স্ত্রীকে বাঁচানোর স্বপ্ন দেখান। কিন্তু স্বামীর সেই সামান্য ভরসাটুকু তো আর সিমার প্রাণ বাঁচাতে পারেনা। আর তাই সিমা ও তার স্বামী সাহায্য চেয়েছেন সমাজের হৃদয়বান বিত্তবান মানুষদের কাছে। নিঃস্ব ও পাগলপ্রায় স্বামী গোলাম মাওলা সোহেল জানিয়েছেন, গত বছরের শুরুর দিকে জাতীয় কিডনী হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হলে ডাক্তার জানান, কিডনী প্রতিস্থাপন খুবই জরুরী হয়ে পড়েছে। সিমাকে বাঁচাতে হলে এর বিকল্পও নেই। বর্তমানে মাসে এক থেকে দুইবার ফেনীর হায়দার ক্লিনিকে ডায়ালসিস করানো হচ্ছে।
প্রত্যেকমাসে ঔষধসহ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মত খরচ হয়। যা আমার পক্ষে চালিয়ে নেয়া বেশ কষ্টসাধ্যই বটে। এদিকে স্থায়ী চিকিৎসা এবং সিমাকে বাঁচানোর জন্য কিডনী সংযোজন করতে প্রায় নয় লক্ষ টাকার প্রয়োজন। এইমূহুর্তে বিত্তবানদের সাহায্য ছাড়া আর কোনো উপায় দেখছিনা। তাই আমি সমাজের সকল হৃদয়বান সক্ষম মানুষদের কাছে আমার স্ত্রীর চিকিৎসার খরচ বহনের জন্য সহযোগিতা কামনা করছি।
আশা করি সকলে আমার দু’টি অবুঝ সন্তানের কথা চিন্তা করে আমার স্ত্রীর চিকিৎসা করাতে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এদিকে মাকে বাঁচানোর জন্য সন্তানদের আকুতি আর হৃদয় নিংড়ানো কান্নায় ঘোষতল গ্রামের পরিবেশ ভারি হয়ে উঠেছে।
সিমার চিকিৎসা খরচ মেটাতে আপনিও এগিয়ে আসতে পারেন। মহান আল্লাহর কৃপায় এবং আপনার একটু সহানুভূতি ও সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে আরেকটি মমতাময়ী মায়ের প্রাণ। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয় হিসাব নম্বর-১২৬৮১০১১১৩০০৪ পূবালী ব্যাংক লি: (চিওড়া শাখা), অথবা বিকাশ ও রকেট পার্সোনাল অ্যাকাউন্টের এই নম্বরে- ০১৯৩২-৪৮৬১৯০ (সিমার স্বামী সোহেল)।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment