![]() |
একুশে মিডিয়া, লিলেট রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ‘বর্তমান নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।
তিনি আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সিলেট বিভাগীয় বুথ থেকে তার দলীয় কর্মী-সর্মথকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ ব্যাপারে তাহসিনা রুশদীর লুনা বলেন, এ আসনে আমার স্বামী (নিখোঁজ ইলিয়াস আলী) নির্বাচন করতেন।
সিলেট-২ আসনের জনসাধারণ নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়ে ছিলেন তিনি। এ মানুষটাকেই গুম করে রাখা হয়েছে। আমি দলীয় মনোনয়ন সংগ্রহ করেছি। সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় রয়েছে আমার। নিরপেক্ষ নির্বাচন হলে শুধু এ আসনেই নয় সরাদেশে বিএনপি বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment