একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে নির্বাচনপূর্ব আইন-শৃংঙ্খলা পরিস্থিতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহ্মুদ হাসান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল আলমগীর হোসেন পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, ওসি জাহাঙ্গীর আলম তালুকদার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মাহ্মুদ হাসান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন কোন অনাকাক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং ভোটারটা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment