শিমুল দেব, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম নগরীর পাথরঘাটা পূরবী সিনেমা হল সংলগ্ন এলাকায় একটি সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
আজ শুক্রবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনা ঘটে বলে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানিয়েছেন।
তিনি আরও জানান, পাথরঘাটা পূরবী সিনেমার কাছে একটি সুতার গোডাউনের আগুন লাগার খবর পেয়ে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, বাকলিয়া, বায়েজিদ পতেঙ্গা বন্দর ইউনিটের ৫টি ইউনিটের ১৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এদিকে ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, সুতা থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এবং গোডাউনে সুতা থাকায় আগুন নেভাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গোডাউনের সুতা থেকে আগুন লাগে। পরবর্তীতে সে আগুন পাশের পূরবী সিনেমা হলেও ছড়িয়ে পড়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment