একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোট (বর্তমান ২৩ দলীয় জোট) শরিকদের আসন বণ্টন নিয়ে বিএনপির প্রায় চুড়ান্ত সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
বিএনপির শরিক দলগুলোকে ৪০ থেকে ৪২টি আসন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। শরিক দলগুলো আরও দু’চারটি আসন নিয়ে দরকষাকষি এখনও শেষ হয় নি।
২০ দলকে যে ৪০-৪২টি আসন দিতে চাইছে বিএনপি তার মধ্যে সবচেয়ে বেশি আসন পাচ্ছে জামায়াতে ইসলামী। দলটিকে ২৪টি আসন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে জামায়াত আরও কয়েকটি আসনে নিজ দলের প্রার্থী দিতে চাইছে। বাকি ১৬ থেকে ১৮টি আসন পাবে ২০ দলের অন্য শরিকরা।
আগামীকাল মঙ্গলবারের মধ্যেই ২০ দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। জোটের একাধিক শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিএনপি যেসব আসন জামায়াতকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো হল:
ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম।
দিনাজপুর-১ মাওলানা আবু হানিফ।
দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম।
নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম।
লালমনিরহাট-১ আবু হেনা মো. এরশাদ হোসেন সাজু।
রংপুর-৫ অধ্যাপক গোলাম রব্বানী।
কুড়িগ্রাম-৪ নূর আলম মুকুল।
গাইবান্ধা-১ অধ্যাপক মাজেদুর রহমান।
গাইবান্ধা-৪ ডা. আবদুর রহীম সরকার।
বগুড়া-৪ মাওলানা তায়েব আলী।
সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান।
পাবনা-১ আবদুল বাসেত।
পাবনা-৫ ইকবাল হোসাইন।
যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন।
বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ।
বাগেরহাট-৪ আবদুল আলীম।
খুলনা-৫ মিয়া গোলাম পরওয়ার।
খুলনা-৬ আবুল কালাম আযাদ।
সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক।
সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার।
সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম।
পিরোজপুর-২ শামীম সাঈদী।
সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান।
কুমিল্লা-১১ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
চট্টগ্রাম-১৫ আ.ন.ম শামসুল ইসলাম
কক্সবাজার-২ হামিদুর রহমান আজাদ।
জামায়াত ছাড়া ২০ দলের শরিক দলগুলো বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে জামায়াত ইসলামী স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করার কথা ভাবছে। তবে ভোটের হিসাব-নিকাশ শেষ পর্যন্ত তারা ধানের শীষই বেছে নিতে পারে।
২০-দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতা করতে রোববার দিনভর বৈঠক করে বিএনপি। দুপুরে এলডিপি, এনপিপিসহ জোটের কয়েকটি শরিকের সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা।
গুলশান কার্যালয়ে ওই বৈঠকে শরিকরা তাদের সম্ভাব্য তালিকা বিএনপির কাছে হস্তান্তর করেন। এর পর বিএনপির নীতিনির্ধারকরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
আজ সোমবার রাতে আবারও বিএনপি তাদের শরিকদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। সেখানে কোন কোন আসনে ছাড় দেয়া হবে তা জানিয়ে দেয়া হয়।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment