প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা |
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিন সতর্কতার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালন করতে হবে। আপনাদের বিচলিত করতে অনেকে উস্কানিমূলক কথাবার্তা বলে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে। যাকে বলা যায় মিসগাইডিং। এক্ষেত্রে আপনারা আপনাদের অভিজ্ঞতা, দক্ষতা, ক্ষিপ্রতা, ম্যাজিস্ট্রেসি মানসিকতা দিয়ে অবস্থা বুঝে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব:) ও নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটেরর মহাপরিচালক মোস্তফা ফারুক উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment