একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
উগ্রবাদ, সহিংসতা, মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধ লক্ষে কক্সবাজার কুতুবদিয়ায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে ২৪ নভেম্বর সকাল ১১ টায় কলেজের হল রুমে কোষ্ট ট্রাষ্ট এর তরুণ আলোর প্রকল্পের সহযোগিতায় প্রধান শিক্ষক মোরশেদুল আলমের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রজব আলী, বিশেষ অতিথি উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য- আলহাজ্ব আব্দুল মোনাফ, আওয়ামীলীগ দক্ষিণ ধূরুং ইউনিয়ন সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটির সদস- মোতাহের হোছাইন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য- এজাজুল শিরিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য- মাষ্টার মোহাম্মদ জকরিয়া।
অনুষ্ঠানে বক্তারা- সকল পেশাজীবি অভিভাবককে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা দেন। নিয়মিত ছেলে-মেয়েদের স্কুলে উপস্থিতির প্রতিও খেয়াল রাখার আহবান জানান। শিক্ষক সমাজ, সমাজের সচেতন ব্যক্তি, অভিভাবক ও স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরাসহ সকলের সচেতনতায় সম্ভব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ রোধ করতে। মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়।
আরো বক্তব্য রাখেন- ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক- নেজাম উদ্দিন, সহ-শিক্ষক ফরিদুল আলম, তরুণ আলো প্রকল্পের মোহাম্মদ রশিদ ও অভিভাবক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শমীর কান্তি শীল।
এসময় জাতীয় ছাত্র সমাজ কুতুবদিয়া উপজেলা সভাপতি মোঃ মনিরুল ইসলামসহ অন্যান্য শিক শিকিা, অভিভাবক ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment