জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা:
ভোলায় যাত্রীবাহী বাসের
ধাক্কায় মহিবুল(২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন
আরো দুজন।
আজ (২৭শে নভেম্বর) সকালে সদর উপজেলা আলিনগর ইউনিয়নের চৌমহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিবুল সদর
উপজেলার সেকান্দার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে যানাযায়, নিহত মহিবুল বাইসাকেলে করে বাড়ি যাচ্ছিল পথিমধ্যে চৌমহনী এলাকায় পেছন দিক থেকে একটি যাত্রিবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত বাকী দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়।
সদর থানার ওসি সগির
আহমেদ জানান, সকালে বাইসাইকেলে তিনজন বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে চৌমহনী এলাকায় আসলে
পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ
উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment