উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে লাউগাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ১৮ নভেম্বর (রবিবার) সকালে নড়াইল সদর উপজেলার তারাশী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, তারাশী গ্রামের লাউচাষী সাখাওয়াৎ হোসেনের ক্ষেতের সকল ফলজ লাউগাছ কেটে নষ্ট করেন স্থানীয় সন্ত্রাসী মুনছুর, জাকির, সার্জন, মুরাদ, কামাল, এনামুল ও আফসার। বাধা দিতে গেলে লাউচাষী সাখাওয়াৎ হোসেনকে ব্যাপক মারধর করে তারা।
স্থানীয়রা একুশে মিডিয়াকে জানান, তারাশী গ্রামে ওমর মোল্ল্যা ও সুলতান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। তারই সুত্র ধরে রোববার সুলতান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ওমর মোল্ল্যার ভাই সাখাৎয়াতকে মারধর করে লাউ ক্ষেতের ধরন্ত গাছ কেটে বিনষ্ট করে। এ ঘটনায় সাখাওয়াৎ বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন একুশে মিডিয়াকে বলেন, লাউ গাছ কেটে ফেলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment