![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
‘উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন’ শ্লোগানে নড়াইলে বৃহস্পতিবার শুরু হয়েছে চারদিনব্যাপী আয়কর মেলা। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ডিসি আনজুমান আরা।
বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মুহিতুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন এসপি মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সদর ইউএনও সালমা সেলিম, আয়কর আইনজীবি সমিতির সভাপতি শরীফ হুমায়ুন কবীর, চেম্বার অব কমার্স নড়াইলের সভাপতি মো. হাসানুজ্জামান, শ্রেষ্ঠ করতাদা মো. ওয়াহিদুজ্জামান, সহকারী কর কমিশনার মো. আমিনুল হক, কর পরিদর্শক সমীরণ সিকদার প্রমুখ। মেলায় টিন রেজিষ্ট্রেশন/রি রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের টিন সনদ প্রদান, নাম্বার খোলা, রির্টান দাখিল, ব্যাংক বুথে আয়কর দেয়া, আয়কর বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment