খবর পেয়ে শিক্ষকরা বাঁশখালী হাসপাতালে খবর দিলে কর্তব্যরত নার্সিং ইনচার্জ শাহানা আক্তার বাচ্ছা ডেলিভারী করায়। মিডওয়াফারী নার্স সতাব্দী তালুকদারকে পাঠালে পরবর্তী সে বাচ্ছা ও মাকে নিয়ে হাসপাতালে চলে আসে। সে বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরুল আলমের কন্যা।
বাঁশখাী পৌর এলাকার পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা যায়।
বাঁশখাী পৌর এলাকার পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা যায়।
বাঁশখালী হাসপাতালের গাইনী ওয়ার্ডের ইনচার্জ নাহিদা আক্তার একুশে মিডিয়াকে জানান, এখনো পর্যন্ত তাদের কোন আত্বীয়-স্বজন আসে নাই। তবে মেয়েটির সাথে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী নেজাম উদ্দিনের সাথে ফাতেমা বেগমের অবৈধ সম্পর্ক ছিল।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment