একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার মোট ৫ টি আসনের মধ্যে আওয়ামী'লীগের চারটি আসনের আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আওয়ামী'লীগের মনোনীত প্রার্থীরা চুড়ান্ত মনোনয়ন চিঠি পেয়েছেন।
এ চারটি আসনে আওয়ামী'লীগের চুড়ান্ত মনোনয়ন প্রাপ্তরা হলেন-
গাইবান্ধা -২ সদর আসনে মাহাবুব আরা গিনি, গাইবান্ধা-৩ সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনে ডাঃ মো.ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে মনোয়ার হোসেন চৌধুরী, ফুলছড়ি-সাঘাটা আসনে এ্যাড. ফজলে রাব্বী মিয়া।
উল্লেখ্যিত চুড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান আজ ২৫ নভেম্বর রবিবার দুপুর ১২ টায় আমরা আওয়ামী'লীগের কেন্দ্রীয় দলীয় কার্যালয় থেকে চুড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
অপর একটি গাইবান্ধা -১ সুন্দরগন্জ আসন মহাজোটের শরীক জাতীয় পার্টিকে ছাড় দেয়া হবে বলে জানা গেছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment