![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রচার প্রচারণায় লাগানো ব্যানার, পোস্টার, ফেস্টুন আজ বুধবার ১৪ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বুধবার (১৪ নভেম্বর) বিকাল হতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পলাশবাড়ী উপজেলা সদরে প্রার্থীদের প্রচার-প্রচারনার সকল ধরনের ব্যানার, ফেস্টুন,পোস্টার নামিয়ে ফেলতে দেখা যায় গ্রাম পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মচারীদের।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেট, রাস্তা, যানবাহন, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেটসহ যেসব প্রচার সামগ্রী রয়েছে তা ১৪ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে হবে। আর এসব নামাতে হবে নিজ খরচে।
এ সময়ের মধ্যে নামানো না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। ইসির এ ঘোষণার পরে নিজ উদ্যোগে এসব অপসারণ না করায় আজ বুধবার বিকাল হতে পলাশবাড়ী সদরের বিভিন্ন স্থানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব ব্যানার, পোষ্টার,বিলবোর্ড,ফেস্টুন অপসারণ করা হয়।
এইদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন থানার এস আই সঞ্জয় কুমার ও সঙ্গীয় ফোর্স। এর আগে এ বিষয়ে সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় ঠিকানার প্রতিষ্ঠান সমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সারাদেশের ন্যায় এ আসনে এ নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষভাবে পরিচালনায় উপজেলা প্রশাসনসহ আইন শৃংখলা বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment