মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলার তজুমদ্দিনের মেঘনায় ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের শরীর তল্লাশী করে জেলেদের কাছ থেকে নেয়া মুক্তিপনের টাকাও উদ্ধার করে। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শশীগঞ্জ মাছঘাট থেকে সন্দেহজনক ৪ কিশোর কে জিজ্ঞাসা করলে তারা জেলে অপহরন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। শরীর তল্লাশী করে মুক্তিপনের ৮ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো তজুমদ্দিন উপজেলার চাদপুর ইউনিয়নে মিন্টু মাঝির ছেলে মোঃ খোকন (১৬), ফারুক মাঝির ছেলে মোঃ শাকিল (১৭), ইব্রাহিমের ছেলে খোকন (১৭), সিরাজের ছেলে মোঃ রাহিম (১৫)। তাদের বিরুদ্ধে জেলে অপহরন মামলা দায়ের করা হয়েছে।
মৎস্য আড়ৎদার নুর হাফেজ মেম্বার জানান, বৃহস্পতিবার রাতে শশীগঞ্জ গ্রামের আ: রব মাঝির ছেলে ফরহাদের নেতৃত্বে কয়েক জন মিলে মেঘনার সোনারচর এলাকা থেকে কবির মাঝি ও আব্দুল্যাহ মাঝি নামের দুই জেলেকে অপহরন করে নিয়ে যায়। মোবাইলে যোগাযোগ করে রাতেই ৩০ হাজার টাকা মুক্তিপনে বিনিময়ে বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন এলাকা থেকে মুক্তি পায়। এঘটনায় জড়িত ইব্রাহিমের ছেলে খোকনকে জেলেরা চিনতে পেরে পুলিশকে জানায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment