পাঁচবিবিতে কৃষি জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা হচ্ছে এন,বি ইটভাটা!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 30 November 2018

পাঁচবিবিতে কৃষি জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা হচ্ছে এন,বি ইটভাটা!-একুশে মিডিয়া


সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুসুম্বা ইউনিয়নের কামালপুর মৌজায় উর্বর কৃষি জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা হচ্ছে এন,বি নামক ইটভাটা। ইটভাটার পার্শ্বে রয়েছে অর্ধ শতাধীক বাড়ি ঘড় ও এলজিইডি রাস্তা। ভাটার মালিক পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না নিয়েই ইট প্রস্তুত শুরু করেছে । 
ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী দুই ফসলি কৃষি জমিতে ইট ভাটা করা যাবেনা। এছাড়া অর্ধ কিলো মিটারের মধ্যে এলজিইডি রাস্তা,  এক কিলোমিটারের মধ্যে ৫০ টির অধিক বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান থাকা যাবেনা। তবে অন্যান্য প্রতিবন্ধকতা না থাকলে এক ফসলি জমিতে ইটভাটা করা যাবে।
সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারি আইন অমান্য করে দুই ফসলি জমির মাঝখানে ইটভাটা গড়ে তোলা হচ্ছে। বিভিন্ন জমি থেকে টপ সয়েল কেটে  ট্রলিতে করে এনে বিশাল আকৃতির স্তুপ করা হচ্ছে। শ্রমিকরা ইট প্রস্তুত করতে ব্যস্ত। ইট ভাটার পার্শ্বে সুরইল,  হরেন্দা হাকিমপুর কৈজুরী গ্রাম জুরে রয়েছে শতাধীক বাড়ি ঘর ও নানান প্রজাতীর গাছ পালা। এছাড়া ভাটা থেকে মেঠো পথে ১ কিলোমিটার দূরত্বের মধ্যে হাকিমপুর কৈজুরী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং অর্ধ কিলো মিটারের মধ্যে এলজিইডি'র অধীন পাঁচবিবি - কামদিয়া সড়ক রয়েছে। সরকারি আইন অমান্য করে সংশ্লিষ্ট কর্ম কর্তাদের ম্যানেজ করে ইটভাটা স্থাপন করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
কৃষক ছানোয়ার বলেন,ইট ভাটার কারনে ফসলি জমি ও জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এসময় তার স্ত্রী বলেন,মাটি আনা নেওয়ার কাজে জমির মাঝ খান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। অনবরত ট্রলি চলাচলের কারনে প্রচন্ড ধুলা উড়ে এবং ফসলেরও ক্ষতি হচ্ছে।
এন,বি ইটভাটার মালিক শরিফুল ইসলাম বাবু বলেন,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেলেও ইটভাটার কার্যক্রম চালানো যাবে। ছাড়পত্রের বিষয়ে উচ্চ আদালতে রিট করা আছে।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অঞ্চলের সিনিয়র ক্যামিস্ট আসাদুর রহমান বলেন,এন,বি ইটভাটা নির্মানে কোন ছাড়পত্র দেয়া হয়নি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা করা যাবেনা। ছাড়পত্র না নিয়ে ইটভাটা কার্যক্রম চালানো বিষয়ে ভাটা মালিককে নোটিশ করা হবে। সদুত্তোর দিতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে,প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা হবে। তিনি আরো বলেন,বেশ কিছু দিন পূর্বে ওই ইটভাটা পরিদর্শনে গিয়েছিলাম। সবকিছু ঠিক আছে তবে এলজিইডি রাস্তাটিই একটু সমস্যা। নির্মিত ইট ভাটার জমিগুলি কয় ফসলি এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা কৃষি বিভাগ বলতে পারবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন,ওই মাঠের জমিগুলি মূলত  তিন ফসলি। ইরি ও আমন ধানের পাশাপাশি অনেক কৃষক রবি শস্য চাষ করে। এই ধরণের জমিতে ইট ভাটা করার কোন বিধান নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম বলেন,বিষয়টি জানা নেই খোঁজ নেয়া হবে। তবে ইটভাটা করতে গেলে আইনি বাধ্য বাধকতা আছে সেগুলি মেনে করতে হবে।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অঞ্চলের পরিচালক আশরাফুজ্জামান বলেন,কৃষি জমিতে ইটভাটা করতে পারবেনা। বিষয়টি খতিয়ে দেখা হবে।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages