একুশে মিডিয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি:
একজন সাংবাদিক সমাজের দর্পন। তাকে ও তার পরিবারকে মর্যাদা এবং শ্রদ্ধা করা সমাজ তথা সরকারের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সাধারণ মানুষ সহ সর্বস্তরের জনগনের নিরাপত্তার লক্ষে লক্ষ্যে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে রাকিব ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ও হুমকি প্রধান অত্যান্ত নিন্দানীয় ও বেদনাদায়ক।
সাংবাদিক ঐক্যজোট এ ঘটনার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন। বিবৃতি দিয়েছেন সাংবাদিক ঐক্যজোট এর কেন্দ্রীয় সভাপতি শাহবাজ জামান, সিনিয়র সহ-সভাপতি লায়ন খান আখতারুজ্জামান, আবু তাহের তারা, সাধারন সম্পাদক মোঃ শাহাবুল ইসলাম সুমন, যুগ্ম সম্পাদক রতন কান্তি দাস, মন্জুর হোসেন ইশা, মারছিফুল ইসলাম রনী, জয়ই মামুন, ফারজানা ইসলাম,হাসান মাহমুদ, তাজউদ্দিন আহমেদ টুকু, তৌহিদুর রহমান,আঃ আজিজ,আমিনুল ইসলাম, শরিফুল আলম, মামুন শিকদার,আব্দুল আউয়াল, মোঃ আলাউদ্দিন, সোহেল রানা, নজরুল ইসলাম নবীন, এ কে পলাশ,এম ডি হাফিজুর রহমান, আলফারদীন ইব্রাহিম, হুমায়ুন কবির, আপেল মাহমুদ,আব্দুল্লাহ আল মামুন,মীর ফারুক হোসেন, ডাঃ আমজাদ হোসেন, এ কে পলাশ, মোঃ সিরাজুল ইসলাম, রাকিব হোসেন, মোঃ কৌশিক বাপ্পী , প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রাকিব হোসেন ও তার পরিবারের উপর সন্ত্রাসী আগ্রাসীর প্রতিবাদ জনিয়েছেন।
উল্লেখ্য গত ১৮ নভেম্বর সাংবাদিক রাকিব হোসনের ছোট ভাই মোঃ রায়হানকে (১৮) স্থানীয় একদল সন্ত্রাসী বাজার থেকে তুলে নিয়ে যায়। পরের দিন সকালে পরিবারের নিকট তারা দুই লক্ষ্য টাকা মুক্তিপন দাবি করে, টাকা না দিলে তারা রায়হানকে মেরে ফেলারও হুমকি দেয়। পরে কিছু টাকা দিয়ে দফারফা করেন রাকিবের পরিবার। রায়হান বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে সাংবাদিক রাকিব হোসেন জানান মুক্তিপনের টাকা দেয়ার পর সন্ত্রাসীরা আমার ছোট ভাইকে তার গলায় একটা বিষাক্ত ইনজেকশন পুস করে রাস্তায় ছেড়ে দেয়। আমারা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন সরকারি হাসপাতালে ভর্তি করি, পরে ওর অবস্থা খারাপ হলে ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। আমার মা, ছোট ভাই রায়হানকে নিয়ে বর্তমানে ঢাকায় রয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক ঐক্যজোট নেতৃবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment