সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাটের) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা আজ সোমবার ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৯ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন ও ৩ নং ওয়ার্ড রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী দলকে ট্রফিসহ ৫ হাজার টাকা প্রাইজমানি ও রানার্স আপ দলকে ট্রফিসহ ৩ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার পান রাহাত। এছাড়া সেরা দর্শক আব্দুর রশিদ ও শিশু জেরিন, ভাষ্যকার ছেলিম ও জনি এবং আম্পায়ার মৌকিম সরকার কে পুরুস্কার প্রদান করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন ও পৌর প্রেসক্লাব সভাপতি প্রভাষক আহসান হাবিব।
দানেজপুর ক্রিকেট ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নিয়েছিল।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment