একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিত মেয়ে ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার অনুসারী উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক বাদীয় হয়ে নারায়ণগঞ্জ জেলায় মামলা দায়ের করেন।
সূত্র জানা যায়, একাদশ সংসদ নির্বাচনকে সামনে এলাকায় নির্বাচনী জনসংযোগ চালাচ্ছেন অনন্যা হুসেইন মৌসুমী। বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পাশাপাশি তিনিও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
মামলার বিবরণীতে বলা হয়েছে, মৌসুমী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে জড়িয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর মাধ্যমে জাতীয় পার্টির মানহানি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলেও দাবি করেন মামলার বাদী।
মামলার সত্যতা নিশ্চিত করেছে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment