এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গললবার (২০ নভেম্বর ১৮ইং) সকালে সেম্বকোর নর্থ ওয়েস্ট জেনারেশন পাওয়ার কোম্পানী লিমিটেডের আয়োজনে
গর্ভবতীকালীন মায়েদের জন্য সচেতনামূলক বিষয়ক ভিত্তিক কর্মশালা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, ইউ পি চেয়ারম্যান নবীদুল ইসলাম। বিষয়ক ভিত্তিক প্রধান আলোচক ছিলেন, সেম্বকোর নর্থ ওয়েস্ট জেনারেশন পাওয়ার কোম্পানীর রিসোর্স পার্সন, সালমা পারভীন, মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা ও বিশেজ্ঞ ও আলোচক মাহবুবুর রহমান।
এতে সভাপতিত্ব করেন, কোম্পানীর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাখায়াত হোসেন। কর্মশালায় বক্তারা বলেন, মায়েদের গর্ভকালীন,প্রসবকালীন ও প্রসব পরবর্তীতে বিপদ চিহ্ন ও যত্ন,শারিরীক ও মানসিক সচেতনামূলক বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা। অনুষ্ঠান শতাধিক গর্ভবতী মায়েরা ছাড়া ও অন্যান্য মহিলারা উপস্থিত ছিলেন।
দুপুরে কোম্পানীর আয়োজনে সয়দাবাদ হাইস্কুল মাঠে কৈশোর বয়সের বন্ধুত্ব নির্বাচন বিষয়ক ও ইন্টারনেট নিরাপদ ব্যবহার সংক্রান্ত নিয়ে আলোচনা করা হয়েছে। এতে জ্ঞানগর্ভ সচেতনামূলক আলোচনা করেন, কোম্পানীর উক্ত কর্মকর্তাবৃন্দ, দৈনিক সোনালী বার্তার জেলাপ্রতিনিধি ও সিরাজগঞ্জের সিনিয়র সাংবাদিক রাফিউল ইসলাম বাবুল তালুকদার। অনুষ্ঠানে প্রায় শতাধিক কৈশোর বয়সের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্হিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment