একুশে মিডিয়া, রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ১১৮ দেশীয় সংস্থা পর্যবেক্ষণে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
হেলালুদ্দীন বলেন, একটি সংস্থার নিবন্ধন বাতিল হওয়ায় এবার নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১১৮ দেশীয় সংস্থা। মাঠে থাকবেন সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসার-ভিডিপি সদস্যরা।
ইসি সচিব বলেন, ‘পর্যবেক্ষকদের পরিচয়পত্র যাতে ভুয়া না হয়, এ জন্য আমরা অধিকতর সতর্কতা, নিরাপত্তার সঙ্গে এ কার্ডটি তৈরি করব। যাতে অন্যরা এটি নকল করতে না পারেন। ভুয়া কোনো কার্ড যাতে ইস্যু করতে না পারেন।
তিনি আরও বলেন, ‘পর্যবেক্ষণ যারা করবেন, তাদের কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে। তা হচ্ছে- নির্বাচন কমিশনের কাছ থেকে যেটি পরিচয়পত্র দেয়া হবে, তারা যখন কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন, তখন সেটি সারাক্ষণ গলায় ঝুলিয়ে রাখতে হবে। কারণ যে কোনো সময় যে কোনো ব্যক্তি ওই স্থানে গেলে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মেজিস্ট্রেট, তারা যদি দেখতে চান, জানতে চান, তা হলে তারা যাতে বুঝতে পারেন, আপনি একজন পর্যবেক্ষক। কারেন্টনিউজ সূত্র একুশে মিডিয়া রিপোর্ট:
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment