মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আফরা আনজুম বিভা’র (১৩) সন্দেহজনক মৃত্যু।
পরিবার বলছে ইলেকট্রিক শর্টে মৃত্যু হয়ছে তার তবে পুলিশের ধারনা অপমৃত্যু।
সে উপজেলার ঝনকী এলাকার সৌদি প্রবাসী বিল্লাল হোসেনর মেয়ে।
আগামীকাল মঙ্গলবার থেকে সপ্তম শ্রেণীর চুড়ান্ত পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল বলে জানা যায়।
সোমবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন অচেতন অবস্থায় বিভাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
অপমৃত্যুর অভিযোগে দোহার থানা পুলিশ বিভা’র লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে।
পরিবারের পক্ষ থেকে বিভা’র ইলেকট্রিক শর্টে মৃত্যু হয়েছে বলে দাবি করলেও তার গলায় আঘাতের চিহ্ন পাওয়ায় পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহটি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিভার মৃত্যুর বিষয়ে জানতে চাওয়ার চেস্টা করা হলে স্বজনদের পক্ষ থেকে কিছুই জানা যায়নি। এ বিষয়ে দোহার থানা এস আই অপূর্ব জানান, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
এ ব্যাপারে দোহার থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানায় দোহার থানা পুলিশ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment