এম এ হাসান, কুমিল্লা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। এ লক্ষ্যে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
২৫ নভেম্বর রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে দেয়া হচ্ছে। রবিবার সকালে দলীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান।এছাড়া কুমিল্লার ১১ আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেয়েছেন: কুমিল্লা-১ আসনে সুবিদ আলী ভূইয়া কুমিল্লা-২ আসনে সেলিমা রহমান মেরি কুমিল্লা-৩ আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন কুমিল্লা-৪ আসনে রাজী ফখরুল কুমিল্লা-৫ আসনে আবদুল মতিন খসরু কুমিল্লা-৬ আসনে হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৭ আসনে আলী আশরাফ কুমিল্লা-৮ আসনে অধ্যাপক নুরুল ইসলাম কুমিল্লা-৯ আসনে তাজুল ইসলাম কুমিল্লা-১০ আসনে আ.হ.ম মুস্তফা কামাল কুমিল্লা-১১ আসনে মুজিবুল হক মুজিব।গত ৯ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোট চার হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment