একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের সাড়াশি অভিযানে থানাধীন বিভিন্ন এলাকা হতে দাগি, চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় অভিযানে দুটি দেশীয় এলজিসহ পুইছড়ি এলাকার আবুল কালামের পুত্র জসীম উদ্দিনকে (৩৫) আটক করা হয় ।
গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া অভিযান আজ শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে।
সাড়াশি অভিযানে নেতৃত্ব দেন সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো:মুফিজ উদ্দিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার মফিজুর রহমান পলাশ, থানা অফিসার ইনচার্জ ওসি মো. কামাল হোসেনসহ ৫০ জনের উপর পুলিশ পরিদর্শক এবং ২ শতাধিক পুলিশ সদস্যের টিম।
বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় চিহ্নিত দাগি অপরাধীদের ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ধরতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাশঁখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বলেন, থানাধীন বিভিন্ন এলাকার দাগি ও চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে সাড়াশি অভিযান চলছে । এ অভিযানের প্রথম দিনে অস্ত্র, গুলিসহ ৫১ জনকে আটক করা হয়েছে। তাছাড়া নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষে অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment