মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি:
অভিনব কায়দায় পেটের ভিতরে করে পাচারের সময় ১২০০ ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
আজ মঙ্গলবার (২০নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার মেরিনার্স রোডস্থ এয়াকুব নগর লইট্যাঘাট ব্রীজ এলাকায় অভিযানে চারিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ রবি আলম (২২), মাইন উদ্দিন (১৮) ও আব্দুল্লাহ (২৫)।
বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জাহাঙ্গীর আলম বলেন, গোপন সূত্রে জানা যায় আসামীর টেকনাফ হতে ইয়াবা বহন করে চট্টগ্রামের বিভিন্ন স্পটে বিক্রয় করে। গোয়েন্দা টিম আসামীদের গ্রেফতার করে দেহ তল্লাশীতে ইয়াবা উদ্ধার না হওয়ায় তাদের সন্দেহ হয় এবং আসামীদের মেডিক্যাল সেন্টারে এক্সরে করানো হলে পেটের ভিতর ইয়াবার অস্তিত্ব বুঝা যায়।
পেটের ভিতর ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা টিম বিশেষ কৌশলে তিন আসামীর পেটের ভিতর হতে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ তারা পেটের ভিতর করে ইয়াবা পাচার করে আসছিল।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment