![]() |
প্রতীকী ছবি |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৪০বোতল ফেন্সিডিল সহ ট্রাক ড্রাইভার ও তার সহযোগীকে আটক করেছে র্যাব ১২'র স্পেশাল কোম্পানির সদস্যরা।
আজ সোমবার (১২ নভেম্বর ১৮ইং) দুুুুপুুুরে সিরাজগঞ্জ র্যাব-১২ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভোর ৫ টায় র্যাব ১২ এর বিশেষ অভিযানে রাজশাহী ঢাকা মহাসড়কে রাজশাহীর থেকে আসা ঢাকাগামী (ঢাকা মেট্রো ট-১১-৩২০৯) নম্বরের ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসময় ফেন্সিডিল চোরাচালানকারী ট্রাকের ড্রাইভার শিবগঞ্জ থানার কানসার্টবাড়ী গ্রামের মোঃ মর্তজার ছেলে সেলিম রেজা (৩০) ও তার সহযোগী একই এলাকার আব্দুস ছামাদের ছেলে মতিউর রহমান (৪৫) কে আটক করা হয়।
এবিষয়ে আটককৃতদের নামে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment