২৪০ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়নপত্রে চিঠি ৮০০ জনের বেশি!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 27 November 2018

২৪০ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়নপত্রে চিঠি ৮০০ জনের বেশি!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে কেন্দ্র করে নিজেদের মতো করেই দ্বিতীয় দিন আজ মঙ্গলবারও (২৭ নভেম্বর) প্রার্থীদের প্রাথমিক মনোনয়নেরপত্রের চিঠি দিয়েছে বিএনপি। সবমিলে ৩০০ আসনে ৮০০ জনের বেশি প্রার্থী দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
তবে কি শরিকদের সঙ্গে সর্বমোট আসন বণ্টন ৬০-এর বেশি হবে না?  মির্জা ফখরুল বলেন, মনে হয়।
বেশির ভাগ আসনেই প্রার্থী রাখা হয়েছে দুই জন করে। আবার কোনও কোনও আসনের জন্য দুইজনেরও বেশি প্রার্থী দেয়া হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আমাদের দল থেকে এখন পর্যন্ত মনোনয়ন দিয়েছি প্রায় ৮০০-র মতো। ২০-দলীয় জোটের শরিকদেরও দেয়া হয়েছে।
তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নিজ নিজ দল থেকে মনোনয়ন দিচ্ছে। পরে যখন বাছাই হয়ে যাবে, তখন ঠিক করা হবে।
২০-দলীয় জোটের শরিকদের কত আসন ছাড়ছে বিএনপি? এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সঠিক ফিগার বলতে পারব না। সম্ভবত অ্যারাউন্ড ফিফটিন।
২০-দলীয় জোটের মধ্যে বিজেপি, খেলাফত মজলিস, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), জমিয়তে উলামায়ে ইসলাম, এনপিপি, লেবার পার্টি ও সাম্যবাদী দলকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
তবে এর সঠিক সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন মির্জা ফখরুল।
এসময় জোটের সঙ্গে আসন বন্টনের বিষয় নিয়েও কথা বলেন তিনি। বলেন, দুই-চার দিনের মধ্যেই আসনের বিষয়টি সমাধান হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages