একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।
আজ সোমবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বারিধারায় বি. চৌধুরীর বাসভবন মায়া-বি’তে এ বৈঠক শুরু হয়।
বি. চৌধুরীর সাথে থাকবেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য এমএম শাহীন।
আজ সোমবার পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করবে যুক্তফ্রন্ট।
সাতটি দেশের দূতদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এ বৈঠকে অংশ নেন আলোচিত এই রাজনীতিবিদ। বৈঠকে যোগ দিতে ঢাকায় নিয়োজিত চীনের রাষ্ট্রদূত ঝাংজু উপস্থিত হন দুপুর সাড়ে ১২টায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment